ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ঘন কুয়াশায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। সদর উপজেলার ছালাভরা নামক স্থানে ও শৈলকুপা উপজেলায় শানিবার সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
শনিবার সকালে ঝিনাইদহ-যশোর সড়কে নিহতরা হলেন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের মিটুল হোসেনের ছেলে রকি (২১) ও রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২২)। এ ছাড়া শৈলকুপার হাবিবপুর মুড়োতলা এলাকায় তুষার (২৫) নামে অপর মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শিরা জানান, ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা নামক স্থানে মোটরসাইকেলটি পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। অপর দিকে শৈলকুপার হাবিবপুর মুড়োতলা এলাকায় ঢাকাগামী গোল্ডেনলাইন পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে তুষার (২৫) নামে অপর মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। সে শেখপাড়া পদমদী গ্রামের সোহরাব আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানা ও শৈলকুপার ওসিদ্বয় জানান, সকালে মোটরসাইকেলে তিন জন ব্যক্তিই মোটরসাইকেল আরোহী ছিলেন।