ঝিনাইদহ প্রতিনিধি
কালিগঞ্জ ৪নং নিয়ামতপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলিমের নাবালিকা মেয়েকে প্রায় ১ মাস আগে বাল্যবিবাহ দেওয়া হয়েছে। ২৯ জুন সোমবার আনুষ্ঠানিকভাবে মেয়েকে বরের বাড়িতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
এমন সংবাদের ভিত্তিতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ নরেন্দ্রপুর আব্দুল আলিমের বাড়িতে গিয়ে উপস্থিত হোন কালিগঞ্জের ইউএনও সুবর্না রানী সাহা । তিনি ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহের সত্যতা পান।
তিনি তাৎক্ষনিক মেয়ের বাবার বাড়ীতে মোবাইল কোর্ট বসিয়ে বর জুয়েলকে কে ১৫০০০/- টাকা এবং মেয়ের বাবাকে ৫০০০/- টাকা অর্থদন্ড করেন। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া অব্দি মেয়ে তার পিতার বাড়িতে অবস্থান করবে মর্মে মুচলেকা নেওয়া হয়েছে বলে সত্যতা পাওয়া যায়।
আরও পড়ুন ঝিনাইদহে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা