ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

0
171
Jhenida-droho-31-p3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবসে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর আয়োজনে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে জনসচেতনা সৃষ্টির লক্ষে সেখানে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

আলোচনা সভায় অংশ নেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, এইড’র প্রতিনিধি আশাফুর নাহার আশা প্রমুখ।

এসময় বক্তারা, কুষ্ঠ রোগ দেশ থেকে দূর করতে রোগীদের অবহেলা না করে চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার আহবান জানান।