ঝিনাইদহে মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

0
146
Jhenidah-DROHO-02-11-20P-9

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে।

সোমবার বিকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, মেডিকেল অফিসার ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান, ডাঃ তোফাজ্জেল হোসেন প্রমুখ।

বক্তারা, অপমৃত্যু রোধ করতে স্বেচ্ছায় রক্তদান ও দৃষ্টিহীনদের চোঁখের আলো ফেরাতে মরণোত্তর চক্ষুদান করতে সকলের প্রতি আহ্বান জানান।