ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় সিজান নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিজান ওই উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামের শিহাব উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি মোটরসাইকেলে শিশুসন্তানকে নিয়ে শহরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শিহাব ও তার স্ত্রী। কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি পিকআপ পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় শিশুটি। এরপর ওই পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত শিহাব ও তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরো পড়ুন – কুষ্টিয়ায় মোটর সাইকেলের প্রতিযোগিতায় তিন যুবক নিহত
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রহিম মোল্লা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপের চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।