ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
এ সময় স্বাস্থ্য বিভাগের সহকারি পরিচালক ডাঃ শামসাদ রাব্বী খান, ঝিনাইদহ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অর্থোডেপিক বিশেষজ্ঞ ডাঃ মনিরুল ইসলাম, শিশু চিকিৎসক ডাঃ আনোয়ারুল ইসলাম ও ডেন্টাল চিকিৎসক মেহেদী মাসুম সরকর নির্ধারিত ফি পরিশোধ করে রোগী দেখেন।
আগামী শনিবার পহেলা মার্চ থেকে বৈকালিক স্বাস্থ্যসেবা পুরোদমে শুরু হবে বলে হাসপাতাল কর্তৃপ জানান।