দ্রোহ অনলাইন ডেস্ক
টিকটকের যে কোনো চুক্তিই মার্কিন ডেটা বাঁচাবে বলে মনে করছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মেনুশেন।
সম্প্রতি টিকটকের আগ্রহী ক্রেতার দলে শামিল হয়েছে ওরাকল। এ ব্যাপারে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল মার্কিন অর্থমন্ত্রীর কাছে। কিন্তু ওরাকল বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
তবে, মেনুশেন মনে করছেন, চীনা মালিকানাধীন শর্ট ভিডিও অ্যাপ কেনার যে কোনো চুক্তি মার্কিন ডেটাকে সুরক্ষিত রাখবে। আমরা অনেকগুলো ভিন্ন ভিন্ন জটিলতা দেখছি এবং আমি এটুকু নিশ্চিত করতে চাই যে, যে কোনো অনুমোদিত চুক্তি আমেরিকান ডেটার সুরক্ষা এবং এটির মার্কিন প্রতিষ্ঠানে পরিণত হওয়া নিশ্চিত করবে। সিএনবিসি টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেছেন মেনুশেন।
টিকটকের মার্কিন ব্যবসা কিনতে আগ্রহ প্রকাশ করেছে টুইটার। অন্যদিকে চুক্তির চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। শুধু মার্কিন ব্যবসা নয় টিকটকের পুরো বৈশ্বিক ব্যবসা অধিগ্রহণে জোর দিচ্ছে মাইক্রোসফট। বিশেষভাবে ইউরোপ এবং ভারতের টিকটক ব্যবসা কিনতে আগ্রহী তারা। আজ খবর এসেছে ওনাকলের সে দৌঁড়ে শামিল হওয়ার।