দ্রোহ অনলাইন ডেস্ক
মহাকালের আবর্তে হারিয়ে যেতে বসেছে দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪ সাল। আসছে খ্রিস্টীয় নতুন বছর ২০২৫। মধ্যরাতে বিশ্বের সঙ্গে এই নতুন বছরকে বরণ করেছে বাংলাদেশও। নতুন বছর মানেই সবার প্রাণে নতুন স্পন্দন, নতুন প্রত্যাশা আর সম্ভাবনার স্বপ্ন।
বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। এবার নতুন বছর এমন এক সময়ে এসেছে যখন রাজনৈতিক পটপরিবর্তনের পর শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের যাত্রা।
নতুন বছর নতুন কল্যাণময়ে শুরু হোক আমাদের পথচলা। অন্যান্য বছরের তুলনায় বিদায়ী বছরটি অনেক বেশি চ্যালেঞ্জের মুখে ফেললেও লক্ষ্যচ্যুত হয়নি বাংলাদেশ। বছরটি ছাত্র-জনতার অভ্যুত্থানের জন্য সবচেয়ে বেশি আন্দোলিত, যেখানে দেশের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এছাড়া হঠাৎ বন্যা, শীত, গরমের মতো প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক অস্থিরতাও জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। তবে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করেও অব্যাহত রেখেছে উন্নয়নের অগ্রযাত্রা। তবে একই সময় যুদ্ধ, বৈশ্বিক মন্দা, ডলার সংকটসহ মজুতদারির কারণে দ্রব্যমূল্য ওপরে উঠেছে। দ্রব্যমূল্যের ঘোড়ার লাগাম হাতে অনবরত ছুটতে গিয়ে ক্লান্ত হয়েছে নতুন সরকার। তবুও হাল ছাড়েনি। বছরের প্রথম বড় ধাক্কা আসে ২৯ ফেব্রæয়ারি। সেদিন ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনায় ৪৬ জনের প্রাণ যায়। মার্চ মাসে এমভি আব্দুল্লাহ জাহাজ সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হয়। এতে ২৩ বাংলাদেশি নাবিক জিম্মি হন। কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর নাবিকরা মুক্তি পান। মে মাসে ঘূর্ণিঝড় রেমাল উপক‚লে আঘাত হানে, যার প্রভাবে সাত জেলায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আগস্টের শেষদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী। আমরা আশাবাদী হতে চাই। নির্বাচনের বছর হওয়ায় ২০২৪ সালজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল রাজনৈতিক কর্মকাÐ। বিচার-বিশ্লেষণ এবং আলোচনা-পর্যালোচনার বড় অংশজুড়ে রয়েছে দেশের রাজনীতি। হাইকোর্ট ৫ জুন সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করলে পরদিন শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভ করেন। তাদের এই বিক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১ জুলাই থেকে শিক্ষার্থীরা বড় আকারের আন্দোলন শুরু করেন। ১৫ তারিখ থেকে আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয় সহিংসতা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ। এর দুই দিন পর ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ফলে বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় বিশ্বের যোগাযোগ। পরিস্থিতি সামাল দিতে ১৯ জুলাই মধ্যরাত থেকে সরকার দেশব্যাপী কারফিউ জারি করে ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। তবে প্রতিবাদের ঢেউ এতটাই বেগবান হয় যে, তুমুল গণআন্দোলনের মধ্যে শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে চলে যান; টানা ১৫ বছর পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ২০২৪ সালে বাংলাদেশের তৈরি পোশাক খাত একটা বড় ধরনের সংকটের ভেতর দিয়ে গেছে। বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে একটা বড় ধরনের ধস নেমেছে।
আরও পড়ুন – সচিবালয়ের অগ্নিকান্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি
ষকদের একাগ্র ভ‚মিকার ফলে কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদন ছিল এ বছর আগের মতোই স্বাভাবিক, যা স্বস্তি বয়ে এনেছে অর্থনীতিতে। নতুন বছরের কাছে আরো অনেক প্রত্যাশার বীজ বুনে গেছে বিদায়ী বছর। বিগত বছরের ব্যর্থতা কাটিয়ে ওঠা আর সাফল্যকে সংহত করার প্রত্যয় নিয়ে আমরা বরণ করেছি নতুন বছরকে। আমরা চাই, উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত থাকুক। প্রত্যাশার জায়গাও কম নয়। ২০২৫ সালের প্রতিটি দিন হোক সুন্দর ও কল্যাণময়।