দুপুর ২টা থেকে বন্ধ থাকবে ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠান

0
123
Jhenaidah-Dro-10-p-6-compressed

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ২টার মধ্যে বন্ধ হয়ে যাবে জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান। জেলায় সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলকসহ বেশ কয়েকটি বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা নিয়ন্ত্রণ বিষয়ক এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান, চায়ের দোকান দুপুর ২টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে। নির্দিষ্ট সময় পর ফার্মেসি ছাড়া অন্য কোনো দোকান খোলা রাখা যাবে না। ইজিবাইকে ২ জনের বেশি যাত্রী ওঠানো যাবে না। এছাড়া মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরে বাইরে বেড় হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল বা জরিমানা করা হবে।

তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের দোকান বা চায়ের দোকান দুপুর ২টার পর খোলা থাকে। এমন যদি পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করবে।