দেশে আরও ৫৩ জনের মৃত্যু রেকর্ড

0
130
Covid-Dro-16-p-5

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন হাজার ৮৬২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ হাজার ৪৮১ জন।

অপরদিকে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৩ জন। এ যাবৎ মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। দেশে এ অব্দি মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ২৬৪ জনে।

মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন,
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬১টি ল্যাবে ১৭ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করে তিন হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত করা হয়।