দৌলতপুরে কলেজের অধ্যক্ষের শাস্তির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

0
58

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ।

রাববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের ডাকা এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাধারণ শিক্ষার্থীরা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের বক্তারা অধ্যক্ষ ছাদিকুজ্জামান খানের অস্ত্রের লাইসেন্স বাতিল ও তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ ৫ কোটি টাকার নিয়োগ বাণিজ্যের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব মাহমুদ, দৌলতপুর কলেজ ছাত্রলীগের সভাপতি নান্টু মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোল্লা মো. চঞ্চল, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম প্রমুখ।