দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে মিলন মালিথা (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মাঠে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত মিলন বাহিরমাদী টলটলিপাড়া গ্রামে গ্রামের আকাল মালিথার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কৃষক মিলন মালিথা বাড়ির পার্শ্ববতী বাহিরমাদী ঝাউবুনা মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে কৃষক মিলন ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফিলিপলগর ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ জানান, মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে মিলন বজ্রপাতে মারা গেছেন।