নির্মমতা

0
125

ফল দোকানের ক্যাশ থেকে টাকা চুরির ঘটনায সন্দেহ জনক ভাবে ধরাপরা আলাল নামের এক ব্যক্তিকে লোহার পাইপের সাথে বেঁধে পেটানো হলো। সমবেত অনেকেই নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়ে অপরাধিকে আইনে সপর্দের পরামশ্য দেন। তিন্তু শোনেনি নির্যাতন কারীরা। নির্যাতন বন্ধ হলো না। অবশেষে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। শনিবার দিনগত রাত ১০টা ২০ মিনিটের দিকে পুলিশ ওই নির্যাতিত আলালকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু মধ্যযোগীয় নির্মম নির্যাতন কারীরা পার পেয়ে গেলো।