নৌকাকে বিজয়ী করতে মনোনয়ন বঞ্চিতের সংবাদ সম্মেলন

0
164

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া – ৪ (কুমারখালী – খোকসা) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার আকাশ, পাতাল ও পাতালের নিচে পর্যন্ত উন্নয়ন করেছে। আর বিএনপি শুধু হরতাল – অবরোধের নামে জ্বালাও পুড়াও করেছে। সেজন্য নতুন ভোটারদের চোখে বিএনপি জ্বালাও পুড়াও দল হিসেবে পরিচিতি পেয়েছে।

রবিবর দুপুরে কুমারখালী রিপোর্টার্সস ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে নৌকাকে জয়ী করতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভি চৌধুরী বলেন, আমি আওয়ামী লীগের মনোয়নপত্র উত্তোলন করেছিলাম। কিন্তু দল বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে মনোনয়ন দিয়েছে। নৌকার প্রার্থী যেই হোক সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করে হবে এটাই আমাদের শপথ।

তিনি আরো বলেন, তরুন ভোটারদের প্রথম ভোট নৌকা প্রতীকে হোক। পেশাজীবী আর মুক্তিযোদ্ধাদের সকল ভোট নৌকা প্রতীকে হোক। সংস্কৃৃতি কর্মীদের সকল ভোট নৌকা প্রতীকে হোক। কুষ্টিয়া -৪ আসন কে ঘিরে একটি আন্তর্জাতিক মানের কালচারাল হেরিটেজ করা সম্ভব। আগামী নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য কর্মপরিকল্পনা গ্রহণ করবেন।