মাসুদ রেজা শিশির
রাজবাড়ীর পাংশা ও কালুখালীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে করোনায় ঘরবন্দী অস্বচ্ছল ও হতদরিদ্রদের মধ্যে ঈদ উপহার হিসেবে ত্রান সামগ্রী ও নগদ টাকা প্রদান করা হয়।
সোমবার সকালে রমজান উপলক্ষে ইসলামিক রিলিফ রাজবাড়ী’র উদ্দ্যোগে পাংশা উপজেলার ৫৪৯ টি এতিম পরিবার পেলো খাদ্য সামগ্রী। সংস্থার কার্যালয়ের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব পরিবারের মধ্যে ১৮ কেজি চাউল, ২লিটার তেল, ২ কেজি ডাউল, ৩ কেজি চিনি, ৩ কেজি ছোলা প্রদান করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। এসময় রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাজনীম আওন, পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, সুমী বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার অতুর, লাবলু বিশ্বাস, সূর্বণা খাতুন, পূরবী রাণী রায়, তাসরীফ সারোয়ার, বাপ্পী শাহরিয়া ও মাহমুদ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ দিন সকালে রহমতুন্নেচ্ছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের ৫০টি দরিদ্র পরিবারকে ঈদের উপহার প্রদান করা হয়। ফাউন্ডেশন চত্বরে উপহার সমগ্রী তুলে দেন শাওরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ঠান্ডু, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মাষ্টার, ব্রিকয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই হাসান আলী, ডাঃ গোলাম নবী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারে জন্য দেওয়া উপহার সমগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজি করে চাউল, ৫ কেজি আলু, তেল, ডাউল, সেমাই, চিনি, সাবান ও মাস্ক। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে শুরুর পর কর্মহীন হয়ে পরা ১শত ১০ টি পরিবারের মধ্যে চাউল ও নগদ ৩ শত করে টাকা প্রদান করে এই প্রতিষ্ঠান।

সোমবার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান (রহিম মিয়া) ব্যাক্তিগত উদ্দ্যোগে করোনায় কর্মহীন হয়ে পড়া বেকার শ্রমজীবি ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারের হাবিবুর রহমান (রহিম মিয়া)’র মার্কেটে মৌরাট ইউনিয়নের বিভিন্ন এলাকার ২ শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রোস্তম আলী মিয়া, পাংশা উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, আসাদুজ্জামান রনজু, সালাম মৃধা, সবুজ হোসেন, শুকুর আলী, রাজিব খান প্রমুখ।