পাখি শিকার বন্ধে র‌্যালী ও দিন ব্যাপী চিত্র প্রদর্শনী

0
116

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পাখি শিকার বন্ধে জনসচেতনতা সৃষ্টির ল্েয র‌্যালী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পরিযায়ী পাখির ছবি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ^ পরিযায়ী পাখি দিবস উপলে শনিবার সকাল ১০ টায় শহরের ৬নং পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাখি সংরণে জনসচেতনতা সৃষ্টির ল্য নিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিচির মিচির বার্ড কাব’র উদ্যোগে এসব নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল ‘জলাশয় সংরন নিরাপদ করে পাখির জীবন’। অনুষ্ঠানের শুরুতে পাখি শিকার বন্ধ ও সংরনে জনসচেতনতা সৃষ্টির প্রয়াসে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদনি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের সভাপতি ওবাইদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড: জাহান আল মাহমুদ, শিাবিদ সাজেদুল ইসলাম, কিচির-মিচির সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সদানন্দ মন্ডল প্রমুখ।

র‌্যালী, আলোচনা সভা ছাড়াও সংগঠনটির উদ্যোগে পাখি নিয়ে স্কুলের শিার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রজাতির পাখির ছবি নিয়ে দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।