পাহাড়ার কুড়ে ঘড়

0
115
শীত বৃষ্টি থেকে নিজেদের রক্ষায় তৈরী করা পাহাড়া চৌকির কুড়ে ঘর।

রেল লাইন পাহাড়ায় নিয়োজিত আনসার ভিডিপি সদস্যদের রক্ষায় তাদের জন্য পাহাড়া চৌকি বা ছাউনি নেই। দৈনিক অল্প (৪৭৫-৫২৫ টাকা) পারিশ্রমিকে টানা ১২ ঘন্টা দাঁড়িয়ে বা হেটে দায়িত্ব পালন করেন। সম্প্রতি শীত ও কুয়ানার প্রকপ বেড়ে যাওয়ায় বিভিন্ন অরক্ষিত লেভেল ক্রসিং এর পাশে নিজের উদ্যোগে বাশের চটা, সিমেন্টের পরিতক্ত বস্তা আর ধারে খড় দিয়ে পাহাড়া চৌকি বানিয়ে নিয়েছেন। কোন কোন দল বিশ্রাম নেয় রেল লাইনের পাশের দোকান বা পরিতক্ত ঘরের বারান্দায়। পশ্চিম রেলের কুষ্টিয়া- গোয়ালোন্দ ঘাট রুটের খোকসার ধুষুন্ডু অরক্ষিত লেভেল ক্রসিং থেকে বৃহস্পতিবার দুপুরে ছবিটি তোলা। এ উপজেলার সাড়ে ৮ কিলোমিটার রেল পথ পহাড়ায় ৫টি গ্রæপে ৪০ জন আনসার ভিডিপি সদস্য রয়েছেন।

শীত বৃষ্টি থেকে নিজেদের রক্ষায় তৈরী করা পাহাড়া চৌকির কুড়ে ঘর।
খোকসার ধুষুন্ডু অরক্ষিত লেভেল ক্রসিং এসবুজ পতাকা দেখিয়ে ফরিদপুর গামী একটি ইঞ্জিন পার করছে আনসার সদস্যরা।
খোকসার ধুষুন্ডু অরক্ষিত লেভেল ক্রসিং এসবুজ পতাকা দেখিয়ে ফরিদপুর গামী একটি ইঞ্জিন পার করছে আনসার সদস্যরা।
রেল রক্ষায় নিয়মিত টহলের অংশ। খোকসার নকসা পাড়ার রেল ব্রিজ এলাকা থেকে ছবিটি তোলা।