কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

0
54

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে দাউদ কবিরাজ (৭১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

বুধবার (১৪ আগস্ট) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা শিমুলিয়া গ্রামে এ হামলা বৃদ্ধ নিহত হন। নিহত দাউদ কবিরাজ উক্ত এলাকার মৃত ভিকু কবিরাজের ছেলে।

আরও পড়ুন – পিলখানার ঘটনা চাকরীচ্যুতদের পুর্ণ বহালের দাবীতে মানববন্ধন

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭ টার দিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ ওহিদুল কবিরাজ নেতৃত্বে ইলেন কবিরাজ, হাবিদুল কবিরাজসহ ১০-১২ জন দাউদ কবিরাজকে বেধড়ক মারপিট ও হাতুড়ি দিয়ে আঘাত করে। হামলায় দাউদ কবিরাজ গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। মামলা করলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।