বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

0
145
RAJBRIE-DROHO-12-P-5

রাজবাড়ী প্রতিনিধি

কুষ্টিয়ায় রাতে আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ রাজবাড়ীতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।

শনিবার রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন রাজবাড়ী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সফিকুল ইসলাম সফি, আব্দুস সালাম, নুরুল আলম প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা জানান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরবার, রাজবাড়ী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক অরূপ দত্ত হলি, জাকির হোসেন সহ অন্যান্যরা।