বীর মুক্তিযোদ্ধার টাকা ছিনতাই, আটক ১

0
176
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে বীর নারী মুক্তিযোদ্ধা সালেহা খাতুনের টাকা ছিনতাই করে পালিয়ে যায়া সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরের দিকে শহরের স্টেডিয়াম পাড়ার প্রগতি কিনিকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বীর নারী মুক্তিযোদ্ধা সালেহা খাতুন মেহেরপুর প্রধান ডাকঘরে সঞ্চয়ের টাকা তুলে বাড়ি ফিরছিলেন। এ সময় কালু ও রুবেল নামের দুই ছিনতাইকারী নারী মুক্তিযোদ্ধার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সালেহার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে।

পরে মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার এসআই সোহেল এবং এসআই ইব্রাহীম স্থানীয়দের সহায়তায় কালুকে আটক করতে পারলেও পালিয়ে যায় রুবেল। আটক কালু মেহেরপুর গোরস্থান পাড়ার রবিউল ইসলামের ছেলে। পলাতক রুবেল একই এলাকার মঈন ড্রাইভারের ছেলে।

বীর মুক্তিযোদ্ধা সালেহা বলেন, পোস্ট অফিস থেকে ১০ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। এ সময় দুজন ছিনতাইকারী আমার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশ এসে একজনকে আটক করতে পেরেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা খাঁন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আটক কালুর বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক অপর আসামি রুবেলকে ধরতে ও টাকা উদ্ধার করতে পুলিশ মাঠে নেমেছে।