স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা কালী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬ তম জন্ম উৎসব পালিত হয়েছে। তবে এবার বৈশ্বিক মহামারীর কারণে খুবই স্বল্প পরিসরে আয়োজন সম্পন্ন করা হয়।

বৃক্ষরোপন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা ও বৈশ্বিক মহামারী জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি সুপ্রভাত মালাকার, সাঃ সম্পাদক দুলাল বিশ্বাস, শুধাংসু বিশ্বাস সভাপতি পুজা উদযাপন পরিষদ খোকসা, নারায়র মালাকার সাধারন সম্পাদক, আনন্দ সাহা, রঞ্জন ভৌমিক, রতন মন্ডল, শুভংকর বাগচী বিভাস মালাকার প্রমুখ।