ভাঙ্গায় নদীতে নিখোঁজের পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

0
165
প্রতিকী ছবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় মরা কুমার নদীতে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পরে সোরহাব মোল্লা (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল।

রবিবার সন্ধ্যায় উপজেলার চৌধুরীকান্দা গ্রামে মরা কুমার নদীতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পরে মরদেহটি উদ্ধার করা হয়। সোরহাব মোল্লা একই গ্রামের প্রয়াত মুনসুর হক মোল্লার ছেলে।

ভাঙ্গা ফায়ার স্টেশন লিডার আবু জাফর সিদ্দিক বলেন, সোরহাব ও তার স্ত্রী বাড়ির পাশে নদীর ঘাটে নদীতে গোসল করতে যান। তার স্ত্রীর গোসল শেষে বাড়িতে চলে যান। কিন্তু প্রায় ৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরেও সোরহাব বাড়িতে না ফিরলে পুনরায় নদীতে এসে তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। পরে সোরহাবের নিখোঁজের ঘটনার বিষয়ে এলাকায় জানাজানি হলে, ভাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় দুই ঘণ্টাব্যাপী নদীতে খোঁজাখুঁজির পরে সন্ধ্যায় সোরহাবের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।