ইট ভাটার জন্য মাটি এনে এভাবেই রাস্তার গায়ে স্তুপ করে রাখা হচ্ছে। সামান বৃষ্টি হলেই এই মাটি ধুয়ে এসে রাস্তায় জমা হবে। পাকা রাস্তায় জমে থাকা মাটি মরণ ফাঁদে পরিণত হয়। ঘটে দুর্ঘটনা। কিন্তু দেখার কেউ নেই। খোকসার বিলজানি-বসোয়া বাজার পাকা রাস্তার পাশে এভাবেই মাটি স্তুপ করে রেখেছে স্থানীয় ইট ভাটার মালিক।
আরও পড়ুন –ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহতদের ১০ জনই মাদারীপুরের