মাগুরায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

0
121
coronavirus-dro-21-p-9-compressed

মাগুরা প্রতিনিধি

শুক্রবার মাগুরা সদর হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মৃত মিজানুর রহমান মুন্সি (৬৫ ) শালিখা উপজেলার দেশমুখ পাড়া গ্রামের বাসিন্দা। এ অব্দি জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, মৃত মিজানুর রহমান জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন। বুধবার তার করোনা পজিটিভ আসে। পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ঝিনাইদহে ধানের সরকারি মূল্য থেকে বাজার মূল্য বেশি