মানষা

0
90

মনের ইচ্ছে পুরণে অনেকেই ধর্মীয় তীর্থস্থানে মানত বা মানষা করে থাকে। দুধ মিষ্টি পায়রা পাঠা এমনকি বুক চিরে রক্তও উৎসর্গ করেন অনেকেই। সব মানষার সামগ্রীর সাথে মিষ্টির ডালা থাকা চাই। পূর্নার্থীরা মানষার সামগ্রীর কেনা ও মন্দিরে যাওয়া নিয়ে ব্যস্ত।