বাদ আছর মরহুমের দাফন
স্টাফ রিপোর্টার
জাতীয় প্রেস কাবের সহসভাপতি রেজোয়ানুল হক রাজা মায়ের মৃত্যুর দুই দিনের ব্যবধানে এবারে বাবা তোফাজ্জেল হোসেনকে হারালেন। বিভিন্ন মহল থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক জানানো হয়েছে।
রবিবার সকাল ৬ টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি) র আইসিইউতি চিকিৎসাধীন অবস্থায় তার বাবা তোফাজ্জেল হোসেন (৯০) মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি–রাজিউন)। রবিবার বাদ আছর শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নামাজে জানাজার পর পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এই সাংবাদিক নেতার মা মহীয়সী সাজেদা বেগম (৮২) বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার দুই দিনের ব্যবধানে এবার বাবা তোফাজ্জেল হোসেনকে হারালেন।
বার্ধ্যক জনিতরোগে আক্রান্ত হয়ে বয়বৃদ্ধ তোফাজ্জেল হোসেন ও সাজেদা বেগম দম্পতি ঢাকার পৃথক দুটি হাসপাতালের আইসিইউতি চিকিৎসাধীন ছিলেন।
রত্নগভা এ দম্পতি ৫ পুত্রসন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার বড় ছেলে আশরাফুল হক বাদশা, দ্বিতীয় পুত্র আহসানুল হক নবাব, তৃতীয় পুত্র জাতীয় প্রেস কাবের সহসভাপতি ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ এবং ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি রেজোয়ানুল হক রাজা, চতুর্থ পুত্র শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের অধ্য রায়হানুল হক সুলতান, কনিষ্ঠ পুত্র নিউজ ২৪ এর টেলিভিষন চ্যানেলের সিনিয়র নিউজ এডিটর বোরহানুলহক সম্্রাট
প্রবীন যশোস্বী তোফাজ্জেল হোসেন ও সাজেদা বেগম দম্পতির মৃত্যুতে খোকসা প্রেস কাবসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি দ্রোহ পত্রিকার মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।