মা হওয়ার খবর দিলেন পূজা

0
157

দ্রোহ বিনোদন ডেস্ক

অনেকদিন ধরেই প্রেমের গুঞ্জন। তবে সেই গুঞ্জনে ডালপালা মেলতে দেননি অভিনেত্রী পূজা। বিয়ের আনুষ্ঠানের খরচ বিলিয়ে দিয়েছিলেন অসহায়দের মাঝে। বিয়ের ছয় মাস শেষ হতে না হতেই এবার ঢাকঢোল পিটিয়ে নিজেই জানিয়েছেন মা হওয়ার খবর। অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করে ভালোবাসা ও আশির্বাদ চেয়েছেন সবার।

স্বামী কুণাল ভর্মা। গেল মার্চেই অনেকটা চুপিসারেই তার গলায় বিয়ের মালা দিয়েছেন পূজা। কোনো লুকোচুরিতে না গিয়ে বেশ ঢাকঢোল পিটিয়ে নিজেই অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করেছেন বাঙালি অভিনেত্রী পূজা। স্বামীকে নিয়ে গর্ভবতী পূজা ফটোশুটও করেছেন। সেইসব ছবি প্রকাশ করেই নিজের অনাগত সন্তানের জন্য সবার ভালোবাসা ও আশির্বাদ চেয়েছেন তিনি।