মিরপুরে বাস চাপায় ভ্যান চালক নিহত

0
112

https://azpinup-bet.com

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বাস ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিটন (৪২) নামে এক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে ভ্যানে থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন পাখিভ্যানের চালক। তিনি মিরপুর উপজেলা আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার আবু তালেবের ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নিহত পাখিভ্যান চালক লিটন ভ্যানে করে যাত্রী নিয়ে মিরপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পাখিভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাখিভ্যান চালকের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক মাসুদ পালিয়ে গেছে।

আরো পড়ুন – খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এ ঘটনায় গুরুত্ব আহত হয়েছেন ভ্যানে থাকা দুই যাত্রী। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিশেষ একটি সূত্রে জানা গেছে এই ঘাতক বাস চালক মাসুদ সে শারীরিক প্রতিবন্ধী। তার বাড়ি মিরপুর উপজেলার মশান গ্রামে। এর আগেও শুধুমাত্র কুষ্টিয়া-মেহেরপুর সড়কেই ১০টি দুর্ঘটনা ঘটিয়েছেন।