মেহেরপুরের ভৈরব নদীতে এক যুবকের মৃত্যু

0
130
meherpur-Dro-23-p-6-compressed
সংগৃহিত ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের ভৈরব নদীতে ডুবে রুহুল আমীন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় মেহেরপুরের ভৈরব নদীতে ঘটনাটি ঘটে। নিহত রুহুল আমিন জেলা শহরের বেড়পাড়ার মুনসুর আলীর ছেলে।

স্থানীয় রফিকুল বলেন, ভৈরব নদীর অন্য পাড়ে আমরা কয়েক বন্ধু খেলা করছিলাম। এমন সময় রুহুল আমীন গোভীপুর গ্রাম থেকে বাড়ি ফেরার পথে নদী পার হচ্ছিলেন। পার হওয়ার কোন এক সময় সে কচুরীপানায় আটকিয়ে ডুবে যান। আমরা দৌড়ে কয়েকজন স্থানীয়দের খবর দিলে, তারা মৃত অবস্থায় রুহুম আমীনকে উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা নিশিচত করে বলে পুলিশ রুহুল আমীনের লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন 

দুর্বৃত্তের ছুড়ে দেওয়া অ্যাসিডে ঝলসে গেছে শিশুসহ চারজন