মেহেরপুরে একই পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত

0
125

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ২৪ ঘণ্টায় শহরের নীলমনি সিনেমা হল পাড়ার একই পরিবারের ছয়জন ও মন্ডলপাড়ার একজনসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন ছাত্রীর সঙ্গে অশ্লীল কথপোকথনের দায়ে ইবি অধ্যাপক শোকজ

বৃহস্পতিবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন বলেন, করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য নমুনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৯ জনের প্রতিবেদন এসেছে। যার মধ্যে দেখা গেছে সাতটি পজেটিভ ও বাকি ১২ জনের নেগেটিভ। মেহেরপুরে এ অব্ধি ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩০ জন সুস্থ জন এবং মারা গেছেন পাঁচজন।