রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের দাফন সম্পন্ন

0
60

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্ধিন বিশ্বাস (৮০) এর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বিশ্বাসের গ্রামের বাড়ি খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর মসজিদের পাশে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার আগে স্থানীয় পুলিশের একটি চৌকশদল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনকে গার্ড অব অনার প্রদান করেন। পরে গ্রামে কবর স্থানে মরহুমের স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত ৯টা ২০ মিনিটের দিকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে(সাবেক পিজি হসপাতাল) মৃত্যুবরণ করেন। সাবেক এই ছাত্র নেতা ও বীর মুক্তিযোদ্দা নিজাম উদ্দিন কয়েক মাস ধরে বাধ্যক্ষ জনিত রোগে ভুগছিলেন। এবং ঢাকাতেই চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিন কন্যা, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিজাম উদ্দিন কুষ্টিয়া সরকারি কলেজে নির্বাচিত ভিপি ছিলেন। ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীদির সাথে জড়িত ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। এ ছাড়া ৭৫ পরবর্তী সময়ে খোকসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মরহুমের গার্ড অব অনার ও জানাজার সময় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, খোকসা থানা অফিসার ইনচার্জ আননুর যায়েদ উপস্থিত ছিলেন।