দ্রোহ অনলাইন ডেস্ক
পঙ্গু সহ বিভিন্ন সরকারী হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে চিকিৎসার নামে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে একটি বেসরকারী হাসপাতালের ১১ জনকে বিভিন্ন য়োদে সাজা ও অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার রাত ৯টা পর্যন্ত রাজধানীর কলেজগেট এলাকার মুক্তিযুদ্ধ টাওয়ারের প্রাইম হাসপাতালে অভিযান পরিচালনা করে র্যাব-২ এর একটি দল। এ চক্রের সাথে জড়িত ১১ জনকে আট করে। অভিযোগের সত্যতা মেলায় র্যাবের ভ্রাম্যমান আদাল আটকদের প্রায় ২২ লাখ টাকা জরিমানা করে। একই সাথে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে।
এ অভিযানে আটক হয়েছেন, বাবুল হোসেন (৩৯), আব্দুর রাজ্জাক (৩৮), মোঃ জাকির, মোকাররম হোসেন (৩০), মোঃ দুদু মিয়া (৬০), মোবারক খাঁ (২৩), বিল্লাল ওরফে পিচ্চু (৩০) ও ফারুক হোসেন (২৩) আকাশ (২৪), দুলাল (৩২), কামাল হোসেন (৪০)।
র্যাবের এসপি মহিউদ্দিন ফারুকী জানান, ভয়ংকর করোনার পরিস্থিতি চলছে। এরমধ্যে রাজধানীর সোহওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালসহ আশপাশের সরকারি হাসপাতাল থেকে দালাল চক্র রোগীদের ভাগিয়ে নিয়ে প্রাইম হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করাতো। এ সব রোগীদের চিকিৎসার নামে জিম্মিকরে টাকা আদয় করতো। বুধবার রাতের অভিযানে এসবের সত্যতা মেলায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত একজনকে এক বছর, তিন জনকে ৯ মাস, বাকিদের তিন মাস করে জেল এবং ২২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।