লা লীগে রিয়াল মাদ্রিদ ও এইবার ম্যাচ জিতেছে

0
108
real-madrid-dro-15-p-6-compressed
সংগৃহিত ছবি

লিটন জামান

দীর্ঘ তিন মাস পরে মাঠে নেমে জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে রিয়াল ৩-১ গোলে এইবার কে পরাজিত করেছে। রিয়ালের পক্ষে গোল করে জয়ে ভূমিকা রাখেন টমাস ক্রুস, সার্জিও রামোস ও মার্সেলো। এইবারের পক্ষে সান্তনা সূচক একমাত্র গোলটি করেন পি.বিগাস। লিগে রিয়ালের অবস্থান দুইয়ে।

রিয়াল মাদ্রিদ জিতলেও লিগের অন্য ম্যাচে জিততে পারি নেই অ্যাতলেতিকা মাদ্রিদ। আক্রমণ পাল্টা আক্রমণে পুরো ম্যাচয়েই জমজমাট লড়াই হয়েছে। ম্যাচটিও শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ের মধ্যে দিয়ে। ম্যাচটিতে অ্যাতলেতিকো রিয়ালের পক্ষে একমাত্র গোলটি করেন ডিয়েগো কস্তা এবং অ্যাতলেতিকো বিলবাত্তের হয়ে গোলটি করেন আই.মুনিয়াইন।

আরও পড়ুন:

শচিনের মতই ওপেনার রোহিত শর্মা