লোহাগড়ায় সুদের টাকা জন্য শ্রমিককে পিটিয়ে হত্যা

0
179
Naraeal-Droho-3-p7

দ্রোহ অনলাইন ডেস্ক

নড়াইলের লোহাগড়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক পরিবহন শ্রমিককে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দাদন ব্যবসায়ী চক্র।

বৃহস্পতিবার উপজেলার কুমড়ি গ্রামের পরিবহন শ্রমিক বিল্লাল বিশ্বাস (৫৫) কে একটি বাড়িতে আটকে রেখে তার ওপর নির্যাতন চালায় দাদন ব্যবসায়ী চক্র। সেখানেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিহত বিল্লাল উপজেলার দীঘলিয়া গ্রামের মৃত ইশারত বিশ্বাসের ছেলে। তিনি ট্রাকচালক ছিলেন।

নিহতের শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে, বিল্লাল বিশ্বাস ছয় মাস উপজেলার কুমড়ি গ্রামের দাদন ব্যবসায়ী বাবু খানের কাছ থেকে ৬০ হাজার টাকা এবং এক বছর আগে একই গ্রামের কালু বোড়ার কাছ থেকে তিন লাখ টাকা ঋণ নেন। এরই মধ্যে বিল্লাল ওই ঋণের টাকার সুদ বাবদ বাবু খানকে দেড় লাখ ও কালু বোড়াকে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। এরপরও বাবু ও কালু আসল টাকার জন্য বিল্লালকে চাপ দিতে থাকে। গত বুধবার রাতে পাওনা টাকার জন্য দাদন ব্যবসায়ীরা বিল্লালের বাড়ি গিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

বৃহস্পতিবার সকালে সুদের কারবারি বাবু খান ও তার লোকেরা দীঘলিয়া বাজার এলাকা থেকে বিল্লালকে তুলে নিয়ে নিজেদের বাড়িতে আটকে নির্যাতন চালায়। সেখানে বেধড়ক মারপিটের এক পর্যায়ে তিনি মারা যান। দাদন ব্যবসায়ীরা ভ্যানে করে বিল্লালে মৃতদেহ তার বাড়িতে রেখে পালিয়ে যায়।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, হত্যায় জড়িত সন্দেহে কালু বোড়াকে আটক করা হয়েছে।