শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৬ মামলা

0
61

দ্রোহ অনলাইন ডেস্ক

সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে আরও ছয়টি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। এ নিয়ে তার বিরুদ্ধে ৪৫টিও অধিক মামলা হয়েছে। অধিকাংশ মামলাই হত্যা মামলা।

মামলা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে এসব মামলায় আসামি করা হয়েছে।

আরও পড়ুন – ভারতের একাধিক ওয়েবসাইটে সাইবার হামলা

এ ছাড়া হত্যাকান্ডে জড়িত অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

এ নিয়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত ৪৫টি মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। বেশির ভাগই হত্যা মামলা।