শৈলকুপায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দু’জন খুন

0
169

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন খুন হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে গোলাম কুদ্দুস খাঁ ও মকবুল মহুরীর লোকদের মধ্যে হামলা পাল্টা হামলায় জোড়া খুনের ঘটনা ঘটে। নিহতরা মকবুল মহুরীর লোক বলে দাবি করা হচ্ছে।

গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, আগের দিন রবিবার এক পক্ষ অন্যপক্ষের লোকদের উপর হামলা করে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষরা মকবুলের লোকদের উপর পাল্টা হামলা চালায়। এ হামলায় লোকমান মন্ডলের ছেলে অভি মন্ডল (২৫), মনজের মন্ডলের ছেলে লাল্টু মন্ডল (৩৫) ও লোকমান হোসেন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভি ও লাল্টুকে মৃত বলে ঘোষনা করেন।

শৈলকুপা কচুয়া তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা পিয়ার আলী জানান, উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের গোলাম কুদ্দুস খাঁ ও মকবুল মহুরী মন্ডল গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে খুনের ঘটনা ঘটেছে। আগের বিবাদের জের ধরে মকবুল মহুরী মন্ডলের সমর্থকদের ওপর প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এই হামলায় অভি মন্ডল ও লাল্টু মন্ডলসহ কয়েক জন আহত হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জোড়া খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।