মুন্সী আবু ইউসুফ রশিদ রেজা নয়ন
প্রারম্ভীকে সবাইকে আষাঢ়স্য বর্ষার কদম ফুলের ¯িœগ্ধ মায়াবী শুভেচ্ছা। এই ব-দ্বীপে রাজনৈতিক অঙ্গনের মহীরুহ প্রাচীন ঐতিহ্যবাহী আওয়ামী লীগ বটবৃক্ষের মত বিস্তৃত অসংখ্য শাখার ভারসাম্যে পাকাপোক্ত শিকড় মৃত্তিকার গভীরে প্রোথিত-যার অঙ্কুরোদ্গম একদা উপমহাদেশের অভিজাত পরিবারের রাজনীতিজ্ঞ হোসেন শহীদ সোহরাওয়ার্দী জহুরীর কষ্টিপাথরে প্রদীপ্ত হীরক সুযোগ্য উত্তরসূরী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তারুন্যের অমিতাভ (তেজোদীপ্ততায়) পাকিস্তানী শাসক-শোষকদের মূলোৎপাটনে বীরেরজাতি বাঙালীদের অবিসংবাদিত নেতার স্বাধীনতার ডাকে রক্তক্ষয়ী সংগ্রামে বিজয়ের রক্তিম সূর্য পতাকা বিশে^র কাছে স্বীকৃতি পায়। অকপটে বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাঙালী জাতির জনক।
স্বাধীনতার ধ্বজাধারি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে পালনোপলক্ষ্যে দেশব্যাপী ব্যাপক আয়োজন। আমার প্রাণপ্রিয় খোকসা এক সময় তিন ইউনিয়ন বাংলাদেশের সর্বকনিষ্ঠ থানা যাকে মুক্তমনে মা তারার ত্রি-নয়ন হৃদয়ে সম্পৃক্ত করেছি। পরবর্তীতে উপজেলায় জনজীবনের আর্থ-সামাজিক প্রবৃদ্ধিতে বিন্দু থেকে বৃত্তের মত ইউনিয়নের সংখ্যা বেড়েছে। যাহোক, আমার বক্তব্য সংক্ষিপ্ত-সুনির্দিষ্ট আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বা জন্মজয়ন্তী প্রচার-প্রচারনার স্থান বিশেষে তোরণ নির্মান। খোকসা দূরপাল্লার যাত্রী পরিবহনের কেন্দ্রস্থল (বাসষ্ট্যান্ড) নিকটস্থ স্থানে সড়কের দুইপ্রান্তের উপরে নিয়ম মাফিক বনাঢ়্য তোরণ সবার দৃষ্টি নন্দিত হলেও আমি অস্বস্তীবোধ করলাম। তোরণের লালসালু কাপড়ে উৎকলিত সুন্দর বাংলা অক্ষরে ইংরেজী শব্দের মোড়ক (?) প্লাটিনাম লেখা যার অর্থ ধাতু-জড় পদার্থ অভিধানে উল্লেখ্যনীয়। প্রতিষ্ঠা বার্ষিকীর সময় নিরীখে এমন অদ্ভ‚ত অভিনব শব্দ চয়ন কার উর্বর মস্তিষ্ক প্রসূত সেটাই আমার জিজ্ঞাসা? এ যাবতকাল বাংলাদেশের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠা বার্ষিকীর পুনঃমিলনে ২৫ বছর মেয়াদে রজত জয়ন্তী, ৫০তম সূবর্ণ জয়ন্তী ৬০ বছর উর্ধ্বে হীরক জয়ন্তী, ১০০ বছর শতাব্দী বা শততম জয়ন্তী উল্লেখের ধারাকে অনুসরণ করা হয়। কিন্তু প্রাচীন গৌরবান্বিত ঐতিহ্যবাহী আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর তরণে ইংরেজী প্রীতির হীন মানসিকতার ন্যাক্কারজনক নিদর্শন পরিহার করে প্রচলীত ধারাবাহীকতায় বাংলা ভাষার পূর্ন মর্যার সম্মান প্রদর্শনের প্রত্যাশা করছি।
মুন্সী আবু ইউসুফ রশিদ রেজা নয়ন
জ্যেষ্ঠ সাংবাদিক, খোকসা।