সম্প্রীতির মেলবন্ধন

0
66

প্রায় ৬শ বছর ধরে খোকসার কালীর বার্ষিক পূজা ও মেলা সম্প্রীতির স্বাক্ষ্য বয়ে চলেছে। পূজার শুরুর রাত থেকে পর দিন প্রতিমা বির্সজন সব ক্ষেত্রেই ধর্ম-বর্ণ নিবিশেষে মানুষের সমান উপস্থিতি। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। সব ধর্ম-বর্ণের মানুষের ঢল শেষ হচ্ছে মেলার ৫ম দিন রবিবার পর্যন্ত। সম্প্রীতির মেলবন্ধন প্রতিছবি ফুটে উঠেছে দ্রোহের ক্যামেরায়।

আরও পড়ুন – খোকসায় নিখোঁজের তিনদিন পর ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার