সাংবাদিক হত্যার প্রতিবাদে: কুমারখালীতে মানববন্ধন করেছে সংবাদিকরা

0
85

কুমারখালী প্রতিনিধি

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন কুমারখালীর সর্বস্তরের সাংবাদকর্মীরা।

শনিবার সকাল ১১ টায় কুষ্টিয়া – রাজবাড়ী সড়কের কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনের সময় বক্তব্য রাখেন, এশিয়ান টিভি ও দেশ রুপান্তরের কুমারখালী প্রতিনিধি কে এম আর শাহিন, চ্যানেল এস ও কালবেলা পত্রিকার কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেন, বাংলা টিভির কুমারখালী ও খোকসা প্রতিনিধি এম এ উল্লাস, দৈনিক সমকালের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, দৈনিক ভোরের ডাকের কুমারখালী প্রতিনিধি মোশারফ হোসেন।

কুমারখালী প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, সুষ্ঠ বিচারের অভাবে দেশে সাংবাদিকের উপর হামলা ও মামলা বাড়ছে। এছাড়াও সাংবাদিক নাদিমসহ সকল হত্যা ও হামলাকারীদের দ্রæত আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের দাবি জানান।