সাতক্ষীরায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
145
Suiscedi-Dro-11-p-7
ঝুলন্ত লাশের প্রতিকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ঘটনাটি ঘটেছে জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের সোনাবাদল গ্রামে। নিহত নমিতা মন্ডল (৪৩) একই গ্রামের শংকর মন্ডলের স্ত্রী।

দেখুন– খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল বলেন, নমিতা-শংকর দম্পতি তাদের একমাত্র মেয়ের বিবাহ বিচ্ছেদের পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। নমিতা রানী পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহননের পথ বেছে নেন। নিহতের পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।