সিরাজগঞ্জে ট্রাক ট্রেলর সংঘর্ষে ২ চালক নিহত

0
165
সিরাজগঞ্জ--DROHO-02-11-20-P 2
তারাশে সড়ক দুর্ঘটনা

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের তারাশে ট্রাক ও ট্রেলরের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

রবিবার গভীর রাতে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলায় ট্রাক ও ট্রেলরের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আলু বহণকারী ট্রাক চালক রাজশাহীর বাঘা থানার বাউশা গ্রামের লালচাঁন মিয়ার ছেলে জামিরুল ইসলাম (৩০)। তরে ট্রেলরের চালকের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে কনটেইনার বহনকারী একটি ট্রেলরের সাথে বিপরীতমুখী পাবনা থেকে ঢাকাগামী আলুভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক ঘটনাস্থলে মারা যান। লাশ দু’টি উদ্ধার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।