দ্রোহ বিনোদন ডেস্ক
নতুন দুই সদস্য বাড়ল সৃজিত ও মিথিলার পরিবারে। তাদের নাম হ্যারি এবং হার্মোনি। নিজের টুইটারে সদ্য কেনা দুটি কচ্ছপের ছবি শেয়ার করে মিথিলা ক্যাপশনে লিখে দেন ‘আমাদের পরিবারের নতুন সদস্যদের সঙ্গে আলাপ করুন। হ্যারি এবং হার্মাইনি।’
কচ্ছপ জুটিকে দেখে মিথিলাকে ইনস্টাগ্রামে একজন প্রশ্ন করেন, তবে রন কোথায়? জবাবে মিথিলা বলেন, পটারের সব গল্পতে রনকে থাকতেই হবে এমন কোথায় লেখা আছে?
দুই বাংলার জনপ্রিয় দুই সেলিব্রেটি যাই করেন না কেন শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলোয়াররাও ব্যস্ত থাকেন তাদের নিয়ে নানা গুঞ্জনে।