স্বাস্থ্য খাতের দুর্দশা দেখলে সরকারের ধাপ্পাবাজি প্রমাণিত হয়- রিজভী

0
131
Rizvi-Dro-19-p-9-compressed-compressed
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাস্থ্য খাতের দুর্দশার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সরকার জনগণের সঙ্গে এতদিন ধাপ্পাবাজি করে আসছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সঙ্গে বছরের পর বছর ধাপ্পাবাজি করছে। বর্তমানে দেশের স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা তাদের ধাপ্পাবাজির জলন্ত প্রমান।

তিনি বলেন, করোনা ভাইরাসের চলমান মহামারির সময়ে মানুষের জীবনের বিনিময়ে দেশের স্বাস্থ্য খাতের বিপন্ন ও ভঙ্গুর ছবি প্রকাশ হয়ে পড়েছে।

করোনা ভাইরাস পরীক্ষার পরে ১৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় রিপোর্টের জন্য অন্যদিকে পরীক্ষাগারে নমুনার স্তুপ জমা পড়ে আছে। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৭টি জেলাতে আইসিইউ নেই।

বিএনপি নেতা আরও বলেন, কেউ আওয়ামী লীগের ব্যর্থতা আর দুর্নীতির কথা মনে করিয়ে দিলে তাঁকে তাড়াহুড়ো করে গ্রেপ্তার করা হচ্ছে। রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার কারণে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে প্রেপ্তার করা হয়েছে, একজনকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

আরও পড়ুন

করোনা নিয়ে সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিবেন না- কাদের