হাসপাতালে ওষুধ দিলেন এমপি আব্দুর রউফ

0
58

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভ্রন্তরীন বিভাগে রোগীর চাপ বেরেছে। কিন্তু রোগীর তুলনায় সরকারি ওষুধ বরাদ্দ খুবইকম। ফলে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম ব্যহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন দুস্থ ও অসহায় রোগীর স্বজনরা।

রোগীদের ভোগান্তি কমাতে ও চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখতে কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্যআব্দুর রউফ ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৬২ হাজার টাকা ওষুধসহ চিকিৎসা সামগ্রী কিনে দিয়েছেন।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালের হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ওষুধ হস্তান্তর করেন এমপি আব্দুর রউফ। এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এস এম সাঈদ সাকিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় এমপি আব্দুর রউফ বলেন, শয্যা সংখ্যা ও বরাদ্দের তুলনায় রোগীর সংখ্যা বেশি। সেজন্য অসহায় মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে বিভিন্ন প্রকার ওষুধ প্রদান করা হয়েছে।