২৯ রমজান খোলা থাকবে অফিস

0
130
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদুল ফিতরের ছুটি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। বিগত সময়ে ২৯ রমজান ছুটি থাকলেও এবারে তা নেই। কর্তৃপক্ষ বলছে কোন ভুল নয়; প্রযুক্তিগত নিশ্চয়তা থেকে ছুটির তালিকায় ২৯ রমজান রাখা হয়নি।

বহু বছরের রীতি অনুযায়ী, ২৮ রমজান অফিস শেষে ঈদের ছুটি শুরু হয়। চাঁদ দেখা সাপেে পরের দিন ঈদ হতে পারে ধরে নিয়ে ২৯ রমজানে সরকারি ছুটি থাকে। রোজা ৩০টি হলে ৩০ রমজানও ছুটি থাকে। অফিস-আদালত বন্ধ থাকে ঈদ ও ঈদের পরের দিন। রোজা ২৯টি হলে ঈদের আগে-পরের দু’দিনসহ মোট তিন দিন ছুটি থাকে। রোজা ৩০টি হলে ছুটি থাকে চার দিন।

এ বছর মন্ত্রিপরিষদের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদে সরকারি ছুটি থাকবে ১০ থেকে ১২ এপ্রিল। রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে ধরে এ ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী ৯ এপ্রিল, অর্থাৎ ২৯ রমজানে সরকারি অফিস খোলা থাকবে। কোনো কারণে ২৯ দিনে রমজান মাস পূর্ণ হলে ঈদের আগের দিনও অফিস চলবে।

সরকারি চাকরিজীবীসহ অনেকের ধারণা ছিল, ভুলবশত ২৯ রমজানে ছুটি দেওয়া হয়নি। তবে সরকারের বিভিন্ন পর্যায় থেকে জানা গেছে, ভুল নয়; প্রযুক্তিগত নিশ্চয়তা থেকে ছুটির তালিকায় ২৯ রমজান রাখা হয়নি। ৩০ রোজা হলেও ঈদের ছুটি থাকবে তিন দিন। ছুটি বাড়ানো বা আগের মতো চার দিন ছুটি সম্ভব নয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান জানান, সরকার সিদ্ধান্ত নিয়ে ছুটি নির্ধারণ করেছে। ইসলামিক ফাউন্ডেশন যে তালিকা দিয়েছে, সে অনুযায়ী এবার ৩০ রোজা হবে। ঈদ হবে ১১ এপ্রিল। তাই ৩০ রমজান, ঈদ ও পরের দিন ছুটি থাকবে। প্রযুক্তির কল্যাণে এখন আগে থেকেই জানা যায়, কয়টি রোজা হবে, কবে ঈদ হবে। আগে অনিশ্চয়তা ছিল, সে কারণে ২৮ রমজানে ছুটি হয়ে যেত। এখন যেহেতু আগেই জানা যাচ্ছে কী হবে, সেই আলোকে সিদ্ধান্ত হচ্ছে।

রমজান মাস ২৯ দিনে পূর্ণ হলে ঈদের আগের দিনও অফিস করতে হবে তেমন সম্ভাবনার বিষয়ে মাহমুদুল হোসাইন খান বলেন, তেমনটা হবে না।

ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক মহা. বশিরুল আলম বলেন, রোজা শুরু ও শেষের হিসাব অন্য বছর সরকারকে যেভাবে দেওয়া হয়, এবারও একইভাবে দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বলেনি, ৩০ দিনে নাকি ২৯ দিনে রমজান মাস পূর্ণ হবে। ঈদ কবে হবে, তা নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ২৯ রমজান সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক। সেদিন চাঁদ দেখা হলে পরের দিন ১০ এপ্রিল ঈদ হবে। না দেখা গেলে ১১ এপ্রিল ঈদ হবে। ছুটি নির্ধারণ সরকারের এখতিয়ার।