অক্টোবরের মধ্যেই মিলবে করোনার ভ্যাকসিন-ফাইজার

0
114
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনার আক্রমণে সারা বিশ্ব যখন বিধ্বস্ত ঠিক এমন সময় সবচেয়ে বড় সুখবরটি দিল যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। কোম্পানিটা প্রত্যাশা করছে, অক্টোবর নাগাদ প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে।

এক সাক্ষাৎকারে ফাইজার সিইও অ্যালবার্ট বোরলা এমন আশার কথা শুনিয়েছেন। তিনি বলেন, ‘অক্টোবর মাস নাগাদ আমাদের ভ্যাকসিনের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে অনুমোদন পেয়ে যাব। সেপ্টেম্বরে আমরা ভ্যাকসিনের কার্যকারিতার ফল জানতে পারব।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

জার্মান কোম্পানি বায়ো এনটেকের সঙ্গে ভ্যাকসিনটি তৈরি নিয়ে কাজ করছে ফাইজার। সম্প্রতি ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়ার কথা জানানো হয়েছে। জার্মান সংস্থা বায়ো এন টেককে সহযোগী করে এ ভ্যাকসিন তৈরি করছে ফাইজার। তাদের দাবি করে, করোনার জীবাণুকে ধ্বংস করতে সক্ষম এই ভ্যাকসিন। এটি স্বাস্থ্যবান মানুষের মধ্যে রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলবে। তবে এটি বেশি মাত্রায় দেওয়া হলে জ্বরসহ অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে ।

সূত্র- খবর টাইম অনলাইনের