অবৈধভাবে ভারত প্রবেশকালে নারী ও দালাল সহ আটক ৮

0
115
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশকালে নারী ও দালাল সহ ৮ জন জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। শুক্রবার রাতে অনন্তপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অনন্তপুর গ্রামের হাসানের বাড়ির এলাকা থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কিছলু মিয়া (৩৪), সেলিনা খাতুন (২৭), ফারুক (২২), শিল্পি খাতুন (২২), এদের সকলের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে। অপরদিকে আটককৃত ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী তাদেরকে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনে সহায়তা করার অপরাধে দালাল রাজিব মিয়া (২২), মিন্টু মিয়া (২৫), হাসান আলী (৩০), কে বিজিবি আটক করেছে।

আটককৃত দালালদের বাড়ি জেলার মহরের মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামে। আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেছে মামলা নম্বর-২৮।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট