অভিনয়ে ফিরেছেন লাবণ্য লিজা

0
142
লিজা

দ্রোহ বিনোদন ডেস্ক

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে সরব হয়েছেন লাবণ্য লিজা। কাজ শুরু করেছেন ধারাবাহিক ও একক নাটকে।

প্রচারের অপেক্ষায় রয়েছে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘জীবন এত ছোট কেন’ এবং মুরাদ পারভেজের পরিচালনায় ‘স্মৃতির আলপনা আঁকি’ ধারাবাহিক নাটক দুটি ও বর্ণ নাথ পরিচালিত ‘বস ব্যাচেলর’ নামে একটি ওয়েব সিরিজ। এছাড়া অক্টোবর থেকে এসএম সালাউদ্দীনের পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক ‘কাজল রেখা’য় কাজ করবেন তিনি।