অলিম্পিকের ভবিষ্যৎ নির্ভর করছে করোনা ভ্যাকসিনের উপর

0
120

দ্রোহ স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেছে অলিম্পিক। ২০২১ সালের ২১ জুলাই শুরু হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে এ বড় ক্রীড়ামহাযজ্ঞ। কিন্তু বৈশ্বিক মহামারির কারনে অলিম্পিক নিয়ে শঙ্কা এখনও কাটেনি। কারণ এখন অবধি করোনা ভ্যাকসিন আবিস্কার করতে পারেনি কোনো দেশ।

শেষ অবধি আগামী এক বছরের মধ্যে করোনা ভ্যাকসিন কিংবা প্রতিষেধক তৈরি না হলে আবারও পিছিয়ে যেতে পারে টোকিও অলিম্পিক।

এমনই ইঙ্গিত দিয়েছেন কমিটির প্রধান ইয়োশিরো মোরি, তিনি বলেন অলিম্পিক হবে কি হবে না, এটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। করোনা ভ্যাকসিনের ওপর নির্ভর করছে অলিম্পিকের ভবিষ্যৎ।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী বছরের নতুন সময়সূচি অনুযায়ীও অলিম্পিক আয়োজন সম্ভব নয়। সেক্ষেত্রে এটি আবারও পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তখন অলিম্পিক বাতিলই করে দিতে হবে। তবে ভ্যাকসিন আবিস্কার হলে অবশ্যই আগামী বছর অলিম্পিক আয়োজন করা হবে।