অশ্লীল মেসেজে ক্ষুব্ধ শ্রাবন্তী

0
127
ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী

দ্রোহ বিনোদন ডেস্ক

বাংলাদেশ থেকে অশ্লীল মেসেজ পাঠানোর জেরে বাংলাদেশি হাইকমিশনের দ্বারস্থ হয়েছেন ওপাড় বাংলার অভিনেত্রী শ্রাবন্তী। তার অভিযোগ, কিছুদিন পরপর বাংলাদেশের একটি নাম্বার থেকে তাকে আপত্তিকর মেসেজ পাঠানো হচ্ছে, মেসেজ বন্ধ করার চেষ্টা করেও লাভ হয়নি। এখন মেসেজের মাত্রাও বেড়ে গেছে।

এসব বিষয়ে মঙ্গলবার বিকেলে কয়েকটি মেসেজের স্ক্রিন শর্ট সংযুক্ত করে কলকাতার বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন শ্রাবন্তী।

জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, আমরা দুই বাংলার শিল্পীরা চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে কাজ করছি। এভাবে বিরক্ত করতে থাকলে তো আমাদের বাংলাদেশে গিয়ে কাজ করা কঠিন হয়ে যাবে।

এ ব্যাপারে কলকাতার বাংলাদেশি উপহাইকমিশন যথাযথ ব্যবস্থা নিতে তারা কাজ শুরু করেছে।